জি-সেভেন'র আমন্ত্রণ গ্রহণ করবে অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জুন,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৯:০৬ এএম, ১৪ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

গ্রুপ অব সেভেন (জি-সেভেন) ন্যাশনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করবে অস্ট্রেলিয়া। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন সরকারের একজন মুখপাত্র। রোববার (৩১ মে) তিনি একথা জানিয়েছেন। এক ইমেইলের উত্তরে মুখপাত্র বলেন, ‘অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করবে।
চলমান বৈশ্বিক সংকটে সম-মনা দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জি-সেভেন সম্মেলন সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন এবং আমন্ত্রিতদের তালিকায় অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভারতকে যুক্ত করবেন।
এক উৎস রয়টার্সকে জানিয়েছে, সম্প্রতি করোনাভাইরাস মহামারির উৎস নিয়ে হোয়াইট হাউজের মন্তব্য অস্ট্রেলিয়ার স্বাধীনভাবে অনুসন্ধানের চেষ্টাকে হতাশ করেছে কিন্তু যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সম্পর্ক যথেষ্ট দৃঢ় আছে। ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটন সফরে যাওয়া হাতে গোনা কয়েকজন বিশ্ব নেতার মধ্যে প্রধানমন্ত্রী স্কট মরিসন একজন। দুজন নেতাই প্রকাশ্যে একে অপরের প্রতি আস্থা প্রকাশের ইঙ্গিত দিয়েছেন।
ইউরোপীয় নেতাদের মত প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করা মরিসন এড়িয়ে গেছেন এবং অস্ট্রেলিয়ার প্রধান বাণিজ্য অংশীদার চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে জোট গঠন করেছেন। আঞ্চলিক বিষয়ে চীনের অনধিকার চর্চার ব্যাপারে অস্ট্রেলিয়ার অভিযোগ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ক্যানবেরা এবং বেইজিং এর সম্পর্কে ভাটা পড়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত
