avertisements 2

পরিচালক পদে পদোন্নতি পেলেন সেই মাসুদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৪৬ পিএম, ৫ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

ফাইল ছবি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক মাসুদ আলমকে পদোন্নতি দিয়ে বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

বিআরটিএ’র সচিব (যুগ্ম সচিব) এ টি এম কামরুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে জানান, মাসুদ দক্ষতা ও যত্নের সঙ্গে দায়িত্ব পালন করায় সরকার সন্তুষ্ট হয়েই তাকে পদোন্নতি দিয়েছে।

মাসুদের যোগদানের বিষয়টি বিআরটিএ খুলনা রেঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী এ এস এম কামরুল হাসানও নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে বিআরটিএ’র মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন তার কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। পরিদর্শনকালে তখন ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপপরিচালক মাসুদুর রহমান। সেবাগ্রহীতাদের অভিযোগ শুনে সেতুমন্ত্রী তখন মাসুদের উদ্দেশে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ? তুমি কি কোনো দিনও ভালো হবে না?’ ওই সময় ওবায়দুল কাদেরের সেই বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2