avertisements 2

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাই : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩১ এএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৪১ পিএম, ২৩ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৪

Text

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস মহামারী শুরু থেকেই আমরা ভাইরাস মোকাবেলায় যা যা প্রয়োজন সব পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে আওতায় আনতে চাই। খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাচ্ছি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সরকারপ্রধান আরও বলেন, যখন টিকা নিয়ে গবেষণা হচ্ছে তখন থেকেই আমরা খোঁজা শুরু করেছিলাম কোথা থেকে সংগ্রহ করা যায় আমরা আগেই আগাম টাকা দিয়ে টিকার বুকিং দিয়ে রেখেছিলাম। সেজন্যই এত তাড়াতাড়ি টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। আরও ৩ কোটি ডোজ টিকা কেনা হবে।

২০২১ খ্রিষ্টাব্দে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সে উপলক্ষে এই সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিজিটাল সিকিউরিটি আইন সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশে তৈরি করেছি। ডিজিটাল বাংলাদেশের মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেয়ার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে এ আইন করা হয়েছে।’

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কারো মৃত্যুই কাম্য নয়, কিন্তু সেটিকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

জনগনের দায়িত্বশীলতার কারণে করোনাভাইরাস মোকাবেলা করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সবাই জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন। ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আল-জাজিরার প্রতিবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি চ্যানেল কি বলছে এটা বড় কথা নয়, দেশবাসীর বিচার করবে কোনটি সত্য কোনটি মিথ্যা কতটুকু সত্য কতটুকু মিথ্যা।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া নতুন প্রজন্মের উদ্দেশ্যে উৎসর্গ করেন সরকার প্রধান। বাংলাদেশের এই অর্জনকে ধরে রেখে নতুন পর্যন্ত তা আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2