avertisements

মরুভূমিতে পথ হারিয়ে এক পরিবারের ৮ সদস্যের করুণ মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৫১ পিএম, ১৬ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:১০ এএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১

Text

লিবি’য়ার মরু’ভূ’মিতে এক সুদানি পরিবা’রের আ’ট সদস্যের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পথ হা’রিয়ে ফেলার পর মরু’ভূ’মিতেই ক্ষুধা, তৃষ্ণায় তাদের মৃ’ত্যু হয়েছে। ওই পরিবারের পাশে একটি হাতে লেখা ‘উইল’ পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা।

সোশ্যাল মিডিয়ায় এ ঘট’নার ভ’য়াবহ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একটি গাড়ির পাশে কয়েকটি ম’রদেহ পড়ে রয়েছে। কিছু কিছু দেহ বালুর মধ্যে অ’র্ধেক দা’ফন করে রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শি’শুসহ ২১ জন একটি টয়োটা সিকুইয়াতে করে যাচ্ছিল। পরে ওই গাড়ি লি’বি’য়ার কুফরা শহরের ৪০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পরিত্যক্ত অব’স্থায় পড়ে থাকতে দেখা যায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements