avertisements 2

নূর-মামুনদের গ্রেফতারের দাবিতে অনশনে অসুস্থ সেই ছাত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৮ এএম, ১১ অক্টোবর,রবিবার,২০২০ | আপডেট: ০৭:২৬ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেফতারের দাবিতে অনশনে বসা সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।

টানা অনশনে থেকে শুক্রবার রাতে দুর্বল হয়ে পড়েন ওই ছাত্রী। তাকে হাসপাতালে নেওয়ার কথা বললেও তিনি যেতে রাজি হননি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. শেখ মো. আল আমিনের নেতৃত্বে একটি চিকিৎসক টিম সেখানে প্রাথমিক চিকিৎসা দেন। তাকে স্যালাইন দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন এই শিক্ষার্থী। শনিবারও অনশন অব্যাহত রেখেছেন। ওই ছাত্রী সংবাদমাধ্যমকে জানান, অনশনের কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন৷ কিন্তু আসামিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না৷ বৃহস্পতিবার রাত ৯টা থেকে অনশন শুরু করেন ওই ছাত্রী। তখন তার সঙ্গে একাত্মতা পোষণ করে আরো বেশ কয়েকজন ছাত্রী সেখানে বসে পড়েন।

অনশনের শুরুতে ওই ছাত্রী বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা করেছি দীর্ঘদিন হয়ে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করা হলেও নূর-মামুনদের গ্রেফতার করা হচ্ছে না। তারা দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশ না কি তাদের খুঁজে পাচ্ছে না। প্রভাবশালী হওয়ার কারণে কি তাদের গ্রেফতার করা হচ্ছে না? নাকি জনপ্রিয়তা আছে বলে তাদের ছাড় দেওয়া হচ্ছে। আসামিদের গ্রেফতার করা পর্যন্ত আমি আমার অনশন চালিয়ে যাবো।

এর আগে ২১ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ থানায় হাসান আল মামুনকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন সেই ছাত্রী। ওই মামলার অন্যান্য আসামিরা হলেন- নুরুল হক নূর, নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, নাজমুল হুদা, আব্দুল্লাহ হিল বাকী।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2