avertisements 2

আইপিএলে কোটি টাকা জিতে ঘুম হারাম এক নরসুন্দরের

আইপিএলে কোটি টাকা জিতে ঘুম হারাম এক নরসুন্দরের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:১৪ এএম, ৬ মার্চ, বুধবার,২০২৪

Text

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে কোটি টাকা জিতে রাতের ঘুম হারাম এক নরসুন্দরের।

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ‘ড্রিম এলিভেন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বদলে গেল অশোক কুমারের ভাগ্য। অনলাইন প্রতিযোগিতায় এক কোটি টাকা জিতেছেন ভারতীয় এই নরসুন্দর।

বিহারের মধুবনী জেলার নানৌর চকের তার বসবাস। ২৬ বছর বয়সী আশোক নিজের এলাকায় চুল কেটে দেয়া পেশায় নিয়োজিত আছেন।

২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। এবিপি লাইভ জানিয়েছে, মাত্র ৫০ টাকা দিয়ে ‘ড্রিম এলিভেন’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। এতে এক কোটি টাকা জেতেন অশোক।

এক কোটি টাকা পুরস্কার হিসাবে জিতে তিনি বলেছেন, ‘ম্যাচের পর আমি প্রথম স্থান অধিকার করি এবং এক কোটি টাকা জিতেছি। কর বাবদ টাকা কেটে আগামী দু’দিনের মধ্যে ৭০ লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এই ঘটনার পর থেকে ঘুম আসছে না আমার।’

কীভাবে টাকা খরচ করবেন সেটিও জানা নেই তার। বিশাল অঙ্কের অর্থ জিতলেও নরসুন্দর হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2