avertisements 2

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সিডনির গ্লেনফিল্ডে স্ট্রিট লাইব্রেরী স্হাপন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৪৯ পিএম, ২৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৩২ এএম, ৬ মার্চ, বুধবার,২০২৪

Text

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অজ-বাংলা কমিউনিটি কানেকট এর উদৌগে সিডনির গ্লেনফিল্ড নিবাসী এ সিকদার মোহাম্মাদ শাহীন এর বাসার সামনে নতুন এ-বি  স্ট্রিট লাইব্রেরী স্হাপন করা হয়।  গত ২১  ফেব্রুয়ারি
লাইব্রেরী উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।এ-বি  স্ট্রিট লাইব্রেরী  এর পক্ষে আশিক রহমান এ্যাশ,কামাল পাশা, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পেলটাউনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এনাম হক, সাঃ সম্পাদক মোঃ শফিকুল আলম, ক্যাম্পেলটাউন বাংলা স্কুল এর পক্ষে নাসরিন তোফাজ্জেল, স্হানীয় বসিন্দা ‎র‌্যা ম্যাক এলিস্টার , সিনিয়র সিটিজেন জন গুডউইন, গুড মর্নিং ম্যাকারথার প্রতিষ্ঠতা পরিচালক ব্যারাএ্যান লাউল, ফিলপিন কমিউনিটির পক্ষে লাইন সান্টিগো,  নেপালী কমিউনিটির থেকে  হ্যারী অধিকারী এবং দেব্রন্দ্র সাম্পকটা ।

অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন সেলিম খাঁন মুকুল,আবুল হাছান,রেজাউল আনোয়ার, তোয়াছিম হাছান,পমোড কানেল সহ আরো অনেকে উপসিহত ছিলেন।  

অনুষ্ঠানে বক্তারা স্ট্রিট লাইব্রেরীর বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন। এই সময় এ-বি  স্ট্রিট লাইব্রেরীএর  উদ্যোক্তা আশিক রহমান এ্যাশ ও কামাল পাশা নিকট ভবিষৎতে আরো স্ট্রিট লাইব্রেরীর স্হাপন করার আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়: লাইব্রেরী

আরও পড়ুন

avertisements 2