avertisements 2

পদ্মাসেতুর কাজ বাকি ৬ শতাংশ, টাকা আছে ১,২৮৭ কোটি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:৩৮ পিএম, ১১ মার্চ,সোমবার,২০২৪

Text

পদ্মাসেতুর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ শতাংশ ও আর্থিক অগ্রগতি (ব্যয়) ৯১ দশমিক ৫০ শতাংশ। মূল সেতুর কাজের চুক্তি মূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২০৯ কোটি টাকা। আগামী এক বছরের মধ্যে মূল সেতুর বাকি ছয় শতাংশ কাজ সম্পন্ন করতে হবে প্রায় এক হাজার ২৮৭ কোটি টাকা দিয়ে।

গতকাল বৃহস্পতিবার পদ্মাসেতুর মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ জুন পর্যন্ত পদ্মাসেতুর অগ্রগতির বিষয়ে তিনি জানান, নদী-শাসন কাজের অগ্রগতি ৮৪ শতাংশ ও আর্থিক অগ্রগতি ৭৩ দশমিক ৫০ শতাংশ। এ কাজের চুক্তি মূল্য আট হাজার ৯৭২ দশমিক ৩৮ কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ছয় হাজার ৬২৩ দশমিক ৮৯ কোটি টাকা।

সংযোগ সড়ক ও সার্ভিস এলাকার বাস্তব কাজের অগ্রগতি শতভাগ। এ খাতে বরাদ্দ এক হাজার ৪৯৯ দশমিক ৫১ কোটি টাকা।

ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে বরাদ্দ চার হাজার ৩৪২ দশমিক ২৬ কোটি টাকা। পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট, আয়কর, যানবাহন, বেতন, ভাতাদিসহ অন্যান্য খাতে খরচ দুই হাজার ৮৮৫ দশমিক ৩৬ কোটি টাকা।


চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসব খাতে ব্যয় হয়েছে সাত হাজার ৬৫৮ দশমিক ৪৬ কোটি টাকা। প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানিয়েছেন, মূল সেতুর দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে দুই হাজার ৭২৫টি বসানো হয়েছে। রেল স্ল্যাব দুই হাজার ৯৫৯টির কাজ শেষ।

তিনি আরও জানান, পদ্মাসেতুর পুরো প্রকল্পের মোট বাজেট ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। এর মধ্যে ৩০ জুন পর্যন্ত ২৫ হাজার ৪৯০ দশমিক ৫৬ কোটি টাকা ব্যয় হয়েছে এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৭ শতাংশ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2