Main Menu

রবিবার ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যার গণনার উপর ভিত্তি করে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ও  অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে যে, আগামী ২৪শে মে রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিবৃতি বলা হয়েছে শুক্রবার সন্ধ্যার আগে খালি চোখে বা  আধুনিক সরঞ্জামগুলির সহায়তায় চাঁদ দেখা অসম্ভব। অতএব, রবিবার ২৪শে মে ঈদুল ফিতর হবে।

করোনা বা কোভিড ১৯ বিস্তার রোধে ও সরকারী বিধি নিষেধের কারনে কাউন্সিল অস্ট্রেলিয়া অবস্হানরত সকল মুসলমানদেরকে নিজ বাড়িতে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছে।

কাউন্সিল  বিবৃতিতে আরও জানিয়েছে, স্হানীয় মসজিদগুলো থেকে অনলাইনে ঈদের খুতবা সম্প্রচার এবং লাইভ করতে পারে। জনগণও নিজ গৃহে ঈদের নামাজ আদায় করতে পারেন এবং একে অপরকে উপহার দিতে পারেন। 

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শায়খ ডঃ ইব্রাহিম আবু মোহাম্মদ, বিভিন্ন রাজ্যের প্রিমিয়ারগণ, প্রধানমন্ত্রী স্কট মরিসন, অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল ডেভিড হারলি, এসি, ডিএসসি (অবঃ)   মুসলমানদেরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT