Main Menu

করোনা প্রতিরোধের কড়া ছড়া


 
আজাদ আলম 
 
 
 
এক
হোক বা না হোক করোনা রোগ     
হাত ধরার কেউ করো না লোভ 
দু গজ দুরে থাকাই চাই
সাবধানের কোন মার নাই
 
দুই
মুখে দিবেন না আংগুল হাত
এই খাছিলত মরন খাদ 
সাবান ফেনায় হাত ধোবেন
কুড়ি সেকেন্ড সময় নেবেন 
 
তিন
লবনযুক্ত গরম পানি
গলায় রেখে গলগলানি 
কমাবে কফের খুশখুশানি
মেনে চলুন এই বৈদ্য বানী 
 
 
চার 
লেবু মেশানো গরম চা 
পারলে মধু একটু আদা 
পান করুন দিনে রাতে  
ফল পাবেন হাতে নাতে 
পাঁচ
খাদ্যে রাখুন কালো জিরা 
পুদিনা পাতা লবঙ্গ গুরা
পুস্টি খাবার হাল্কা ব্যায়াম
যে যার সাধ্যে চালিয়ে যান
 
ছয়
ঘরে ঘরে দুর্গ গড়ুন 
হাল আইনের হাল ধরুন 
সময়টা এখন প্রতিকুলে
সাহায্য চান দু হাত তুলে
 


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT