avertisements 2

চার মাসের ব্যবধানে দুই ছেলে হারালেন সাবেক এমপি শহীদুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৯ পিএম, ১২ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১১:১৮ পিএম, ৬ মার্চ, বুধবার,২০২৪

Text

সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি শহীদুল ইসলাম চার মাসের ব্যবধানে তাঁর দুই ছেলেকে হারালেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কাঁঠালবাগানে শ্বশুরবাড়ির ৯ তলার বারান্দা থেকে ‘লাফিয়ে পড়ে’ মৃত্যু হয় সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি শহিদুল ইসলামের ছোট ছেলে ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খানের (৩৩)।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের বাবা-স্ত্রীসহ স্বজনদের সঙ্গে কথা বলি। এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

স্ত্রীর সাবরিনা শাহিদ নিশিতার ভাষ্য, ব্যারিস্টার আসিফ নিয়মিত নেশা করতেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। আসিফ রাতে বারান্দায় বসা ছিলেন। শেষ রাতে ৯তলা থেকে লাফিয়ে পড়েন।

আসিফের শ্যালক সাইমন শাহিদ নিশাদ জানান, চার বছর আগে আসিফ তার বড় বোন সাবরিনা শাহিদ নিশিতাকে প্রেম করে বিয়ে করেন। আসিফের পরিবার এটি মেনে নেয়নি। এজন্য আসিফ কাঁঠালবাগান শ্বশুরবাড়িতেই থাকতেন। তাদের কোনো সন্তান নেই।

তিনি বলেন, আসিফ ও সাবরিনার সঙ্গে মাঝে মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হতো। আসিফ নেশাগ্রস্ত ছিলেন। চার মাস উত্তরায় একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিয়েছিলেন।

নিশাদ আরো বলেন, গতরাতে আবারো স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আসিফ ৯ তলার বারান্দা থেকে রেলিংয়ের ওপর দিয়ে লাফিয়ে নিচে পড়েন।

তাকে উদ্ধার করে প্রথমে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে ভোর সাড়ে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ জানার জন্য কলাবাগান থানা পুলিশ কাজ করছে।

এদিকে আসিফের বাবা শহিদুল ইসলাম বলেন, আসিফ সুপ্রিম কোর্টের আইনজীবী। মতিঝিলে দেশ ট্রেডিং কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন। তার শ্বশুরবাড়ির লোকজনই ভোরে খবর দেয় আসিফের অবস্থা ভালো না, তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়।

তিনি বলেন, পরে এখানে এসে আসিফকে মৃত দেখতে পাই। আমাদের সন্দেহ আসিফকে মেরে ফেলা হয়েছে। সে আত্মহত্যা করতে পারে না। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এর আগে, চলতি বছরের ১৮ এপ্রিল দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এ এমপির বড় ছেলে আসিফ ইমরান খান।

উল্লেখ্য, শহিদুল ইসলাম ১৯৮৬-৯০ মেয়াদে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি কামারখন্দ) আসনের জাতীয় পার্টির এমপি ছিলেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2