avertisements 2

ঘুষি মেরে চেয়ারম্যানের নাক ফাটালেন চায়ের দোকানি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৪৭ পিএম, ৩০ অক্টোবর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৭:২১ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মাষ্টারকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিয়েছেন নেছার উদ্দিন (৪৫) নামের এক চায়ের দোকানদার। পরে ঐ চায়ের দোকানদারকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়ন পরিষদে একটি সালিশে এ ঘটনা ঘটে। আটক নেছার উদ্দিন ঐ ইউনিয়নের বাবুর ডাঙ্গা এলাকার ছকমাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নেছার উদ্দিনের সাথে তার ভাই ইয়াকুব আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছে। সেই ঘটনায় ইয়াকুব আলী বাদী হয়ে মদাতী ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন।

পরে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের চায়ের দোকানদার নেছার উদ্দিনের জমি সংক্রান্ত ঘটনাটি সালিশের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকায় মীমাংসা করে দেন।
গতকাল মঙ্গলবার ঐ টাকা চেয়ারম্যানের মাধ্যমে নেছার উদ্দিনের দেয়ার কথা থাকলেও তিনি তা দেননি।

এদিকে বুধবার অপর একটি সালিশ চালাকালীন সময় নেছার উদ্দিন আসলে চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নেছার উদ্দিন চেয়ারম্যান আব্দুল কাদেরকে কিল-ঘুষি মারেন। এতে চেয়ারম্যান আব্দুল কাদেরের নাক ফেটে রক্ত বের হয়।

এসময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা চেয়ারম্যানকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ইউএনও রবিউল হাসানসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে চেয়ারম্যানের ওপর হামলা এটা মেনে নেওয়া যায় না। অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজাদ জানান, হামলাকারী নেছার উদ্দিনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2