avertisements 2

নির্বাচনে ভোটকেন্দ্রের পাশেই ভুড়িভোজের আয়োজন!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১০ এএম, ১৭ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৯:০১ এএম, ১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

দেশের কয়েকটি স্থানে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই পৌরসভা নির্বাচন এখনো চলছে। তবে এবার একটি ভোটকেন্দ্র থেকে অভিযোগ উঠেছে সেখানে ভুড়িভোজের আয়োজন করা হয়। আর এই ভোটকেন্দ্রটি হল কুষ্টিয়ায় জেলায়। তবে এই ভুড়িভোজের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই ভুড়িভোজের আয়োজন করা হয়েছে ভোটকেন্দ্রের ১০০গজ দূরে।

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশেই ভুড়িভোজের আয়োজন চলছে। শনিবার সকাল থেকে পৌরসভার ১৩নং ওয়ার্ডের বারখাদা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০০গজ দূরত্বে প্রকাশ্যে বিরিয়ানি রান্নার হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম সমর্থকদের জন্য এ আয়োজন করেছেন।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন্নাহারের জানান, বিষয়টি আমি জানিনা, আপনার নিকট থেকে শুনলাম। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এস.এম তানভির আরাফাতকে অবহিত করা হয়েছে।

এর আগে সকাল থেকে কুষ্টিয়ার চারটি পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। শনিবার সকাল আটটায় সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এবার জেলায় চারটি পৌরসভার মধ্যে কুমারখালী পৌরসভা ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হচ্ছে। বাকি কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর পৌরসভা ভোটগ্রহণ হচ্ছে। সূত্র:নয়াদিগন্ত

এদিকে, সর্বশেষ সংবাদ পাওয়া গেছে যে এই ভূড়িভোজের স্থানে প্রশাসন গিয়েছে এবং সেখান থেকে সব খাবার নেওয়া হয়েছে। জানা গেছে এই সকল খাবার এতিমখানায় দেওয়া হবে। তবে ভোটকেন্দ্রের পাশেই ভুড়িভোজের আয়োজন কিভাবে করা হল তা নিয়ে বর্তমানে অনেকে প্রশ্ন তুলছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2