avertisements 2

আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে স্বাধীনতার ৫০ বৎসর উদযাপন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২০ পিএম, ২৮ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০২:৩৪ এএম, ৬ মার্চ, বুধবার,২০২৪

Text

আজ ২৮শে মার্চ রোজ রবিবার  সিডনির  ল্যাকেম্বা  ক্লাবে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে   জাকজমকপূর্নভাবে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার  সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সূরা ফাতেহ ও পবিত্র কোরআন তেলোয়াতে মাধ্যমে জাতির জনক ও সকল শহীদদের প্রতি এবং দেশ ও জনগনের সমৃদ্ধির জন্য দোয়া করেন শামসুল হক বাচ্চু এবং এরপরে অনুষ্ঠানে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয় ।ছোট্ট সোনামনিরা ফুল দিয়ে বরন করে নেন আমন্ত্রিত বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তি যোদ্ধাদের ও অনান্য অতিথিদের ।                             

 অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক   সভাপতি  প্রকৌশলী শেখ মোঃ  মুঈদুজ্জামান (সুজন)এর শুভেচ্ছা বক্তব্যের ও প্রফেসর শামস রহমানের সভাপত্বিতে অনুষ্ঠান শুরু করেন আওয়ামী লীগ  অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হারুনুর রাশিদ ও মহিলা আওয়ামী লীগের সভাপতি কাশফি আসমা আলমের যৌথ সঞ্চালনা করেন। এই সময় আওয়ামী লীগ  অস্ট্রেলিয়ার  সাধারন সম্পাদক আনিসুর রহমান ঋতু বাংলাদেশ থেকে অনলাইনে অনুষ্ঠানটির প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন।  উক্ত অনুষ্ঠানে উপস্হিত প্রধান ও বিশেষ অতিথিরা যারা বক্তব্য রাখেন তারা হলেন যথাক্রমে  ড: মোহাম্মদ আলী কাজী,মো:নজরুল ইসলাম (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন),বীর মুক্তিযাদ্ধা এনায়েতুর রহমান বেল্লাল,বীর মুক্তিযাদ্ধা হেলাল উদ্দীন,বীর মুক্তিযাদ্ধা জামাল উদ্দীন,কৃষক লীগের সভাপতি শাহা আলম,ড:একরাম চৌধুরী(সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি),হাসান শিমুন ফারুক রবীন(সভাপতি নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগ) এছাড়াও সংগঠনের আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক মোকবুল মুন্না,মহিলা সম্পাদিকা রীতা শরীফ প্রমুখ।   

         
  তাছাড়াও আরও বক্তব্য রাখেন  আওয়ামী লীগ ঐক্য প্রক্রিয়ার অন্যতম সমন্বয়ক মাকসুদুর রহমান চৌধুরীর সুমন। আরও উপস্হিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট শাখাওয়াৎ নয়ন,মোস্তাফিজুর রহমান তালুকদার,আওয়ামী লীগ নেতা মামুন রশিদ,কামরুজ্জামান বাপ্পী(যুগ্ম সাধারন সম্পাদক),সৈয়গ সফিকুর রহমান,শহিদুর রহমান,আনিসুর রহমান,ওসমান গনি(সাংগঠনিক সম্পাদক),সাবেক ছাত্র নেতা রাজন,ফরিদ,ফেহাদ,সুমন প্রমুখ। শেষ ছিলো কবিতা,নৃত্য এবং গানের আয়োজন।অনুষ্ঠান শেষে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়

বিষয়:

আরও পড়ুন

avertisements 2