avertisements 2

দীর্ঘ দুই মাস পর করোনায় মৃত্যুশূন্য অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ১৭ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৮:৫৯ পিএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তর অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় নতুন করে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং কেউ মারা যায়নি। আঞ্চলিক ভিক্টোরিয়া ও মেলবোর্ন মেট্রোপলিটনে ১৪ দিনে আক্রান্তের গড় কমে গেছে।

দুই মাস পর করোনায় মৃত্যুশূন্য একটা দিন দেখা গেলো অস্ট্রেলিয়ায়। শেষবার ১৩ জুলাই এই প্রাণঘাতী ভাইরাসে কেউ মারা যাননি।


ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু জানিয়েছেন, বুধবার থেকে তৃতীয় ধাপে করোনার বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। তিনি বলেছেন, ‘এটা বিশাল একটা ব্যাপার। খুব ইতিবাচক। এটা এমন কিছু যাতে আমাদের খুব আনন্দিত ও গর্বিত হওয়া উচিত। ভিক্টোরিয়ানরা দারুণ কিছু করেছে।’

ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানিয়েছে, ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দুই সপ্তাহে মেলবোর্ন মেট্রোপলিটনে ৮২ জন অজ্ঞাত সূত্র থেকে করোনায় আক্রান্ত হয়েছেন, আর একজন স্থানীয়ভাবে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৯ জন এবং ৮১৬ জন মৃত্যুবরণ করেছেন।

বিষয়: করোনা
avertisements 2