avertisements 2

এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১৯ এএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৩০ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

সিলেটের দক্ষিণ সুরমায় এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস- দুই বাসের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি বেসরকারি মেডিকেল কলেজের একজন প্রভাষকও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।  শুক্রবার সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশীদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, নিহতদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। যিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

দুমড়ে-মুচড়ে যাওয়া এনা পরিবহন।

দুুটি বাসের সংঘর্ষে এনা পরিবহনের ড্রাইভার, সুপারভাইজার ও এক স্টাফ মারা গেছেন বলে জানিয়েছেন এনা পরিবহনের স্টাফ জায়েদ আহমদ। তাদের বাড়ি সিলেটের ওসমানিনগর এলাকায়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল নেয়ার পর আরো তিনজন মারা যান। 

দুটি বাসের মুখোমুখি সংঘষের পর উদ্ধা্র তৎপরতায় ব্যস্ত ফায়ার ব্রিগেডের উদ্ধারকর্মীরা।

ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল জানান, হাসপাতালে আনার পথে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ২০ জনকে ভর্তি করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2