avertisements 2

কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫১ পিএম, ৬ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৭:২০ পিএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

গতকাল ৫  ডিসেম্বর শনিবার বন্ধুদের নিয়ে আয়োজন বারবিকিউর আয়োজন করেছিলেন কুইন্সল্যান্ডে টুউম্বা বসবাসরত বাংলাদেশী রেজাউল চৌধুরী রবিন। আর সেই বারবিকিউর আয়োজনে স্ত্রী, সন্তান,  বন্ধুদের সামনেই আকস্মিকভাবে  মৃত্যুকোলে ঢোলে পড়েন তিনি। আনন্দ উল্লাসের আয়োজন নিমিষেই গাঢ় বিষাদে পরিনত হয়। বারবিকিউর অনুষ্ঠানে   বাচ্চাদের পুরস্কার বিতরন শেষে হঠাৎ অসুস্হতা বোধ করা অবস্হায় স্ত্রীর কাছে পানি পান করতে চেয়েই বসা অবস্হায় মাটিতে পড়ে যান।  প্রাথমিক সিপিআর ও প্যারামেডিক্সের সাহায্য নিয়ে তার শ্বাস প্রশ্বাস সচল করা যায়নি।

মরহুম রেজাউল চৌধুরী রবিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।  মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার জানাযা ও দাফনের সময়সূচী পরে জানানো হবে।

রেজাউল চৌধুরী রবিন ২০০৫ সালে অস্ট্রেলিয়ায় আসেন। তিনি সাউথ অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করার পর ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে তিনি সংযুক্ত আরব আমিরাতের  ইউনিভার্সিটি অব আল এইনে ও শিক্ষকতা করেন। পরে সেখান থেকে তিন বছর আগে তিনি অস্ট্রেলিয়ায় এসে আবারও সাউদার্ন কুইন্সল্যান্ডে শিক্ষকতার পাশাপাশি গবেষনায় নিয়োজিত ছিলেন। বাংলাদেশ থেকে গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত রবিনের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।


 

বিষয়: মৃত্যু
avertisements 2