Main Menu

রং চায়ে মিলবে করোনা থেকে মুক্তি : দেশ জুড়ে গুজব

করোনা ভাইরাসকে কেন্দ্র করে সর্বত্র নানা গুজব ছড়িয়েছে। কেউ স্বপ্নে দেখেছেন, কেউ বা মৃত্যুর আগে বলে যাওয়া কারো মুখ থেকে শুনেছেন এমন নানা গুজব দেশের সবখানে। সিলেটে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে।

“একটা বাচ্চা জন্মের পরই বলেছে করোনা ভাইরাস থেকে বাঁচতে রং চা খেতে হবে-এটি বলেই সে মারা গেছে”- এরকম পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন অনেকেই।

আজ বৃহস্পতিবার হঠাৎ করেই ফেসবুকে এরকম পোস্ট ভাইরাল হতে দেখা যায়। অনেকেই না বুঝে তা শেয়ারও করছেন। কেউ কেউ লিখেছেন, রং চা খেলে করোনাভাইরাসে আক্রান্ত হবেন না। তাই বেশী বেশী করে রং চা খেতে। কেউ কেউ আবার আদা দিয়ে রং চা খাওয়ার পরামর্শ দিচ্ছেন!

খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধের সঙ্গে রং চায়ের কোনো সম্পর্ক নেই। এটি নিতান্তই গুজব। মানুষের অসহায়ত্ব আর অশিক্ষাকে পূজি করে দুযোর্গ মুহূর্তে একটা মহল এরকম গুজব উড়িয়ে সবাইকে বিভ্রান্ত করছে। সচেতন মহল বলছেন, যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসা জরুরী।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT