Main Menu

থানায় বসেই ছাত্র পড়ান ওসি প্রবীর দত্ত।

দুঃ’খজনক হলেও সত্য, দেশের পুলিশ বাহিনী নিয়ে অ’ভিযোগের শেষ নেই। আইনশৃ’ঙ্খলা রক্ষা ও সমাজ থেকে অ’পরাধ নি’র্মূলের লক্ষ্যে দায়িত্ব পালন করার কথা থাকলেও পুলিশ নিজেই জ’ড়িয়ে প’ড়ছে নানা অ’পরাধমূলক কর্মকাণ্ডে।

পুলিশকর্মীরা শুধুই যে চো’র–ডা’কাত ধরতে ব্যস্ত থাকেন, তা নয়। কেউ কেউ দু’ষ্টের দমনের পাশাপাশি সামাজিক দা’য়বদ্ধতার কথাও ভাবেন। এমনই উদাহরণ ভারতের রি’ষড়া থানার ওসি প্রবীর দত্ত। কাজের ফাঁ’কে সময় বের করে এলাকার দুঃ’স্থ স্কুলপড়ুয়াদের তিনি পড়িয়ে চলেছেন নিঃ’স্বার্থভাবে।

গত ৬ মাস ধরে থানারই দোতলায় একটি ঘরে নিঃ’শব্দে চলছে পড়াশোনা। এই মুহূর্তে সেখানে নিয়মিত পড়ছে ১৭ জন ছাত্রছাত্রী। কেউ নবম শ্রেণির, কেউ দশমের। কেউ থাকে শ্রীরামপুর, কেউ বা রি’ষড়ায়। প্রবীরবাবু ওদের অঙ্ক, ভৌত বিজ্ঞান ও জী’বন বিজ্ঞান দেখিয়ে দেন। এ ব্যাপারে প্রবীরবাবু জানিয়েছেন,

এই কাজের পেছনে তার স্ত্রী স’ঞ্চিতারও অবদান রয়েছে। তিনিও ওদের অঙ্ক প’ড়ান। এছাড়া থানার মহিলা ক’নস্টেবল মনিকা বি’সুই ও সিভিক ভ’লান্টিয়ার দেবাশিস দা’স সময় বের করে অন্যান্য বিষয়গুলিও দেখিয়ে দেন ছাত্রছাত্রীদের। প্রতি রোববার ও বুধবার সন্ধা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে পড়ানো।

পড়ুয়াদের মধ্যে রি’ষড়া গা’র্লস স্কুলের ছা’ত্রী পূরবী রাউত এবার নবম শ্রেণি থেকে দ্বিতীয় হয়ে দশমে উঠেছে। স্কুল থেকে পাওয়া বইগুলি ছাড়াও ওদের অন্যান্য বই, খাতা, কলমসহ পড়াশোনার সকল সামগ্রী থানা থেকেই দেওয়া হয়। শুধু তাই নয়, বিনা পারিশ্রমিকে ওদের আবৃত্তি, না’চ, আঁ’কা এবং ক্যা’রাটে শেখানোরও ব্যবস্থা করা হয়েছে। বড় হয়ে কিছু করে দেখাতে চায় বলে জানায় প’ড়ুয়া সবিতা, কোয়েল, অভীকরা।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT