Main Menu

বাসরঘরের ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু

রাত পোহালেই বিয়ে, প্রস্তুতিও প্রায় শেষ। এমনই সময় বাড়িতে খবর এলো সড়ক দুর্ঘটনায় বর তন্ময় বিশ্বাসের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে। তন্ময় বিশ্বাস সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তার মৃত্যুতে বর ও কনে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের আত্মীয় শিপন বলেন, শুক্রবার জেলা সদরের হাট বাকুয়া গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের কথা ছিল তন্ময়ের। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। রাতে সে ঝিনাইদহ শহরে বাসরঘরের ফুল কিনতে যায়। হঠাৎ রাত ৮টার দিকে খবর এলো সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা জানান, মোটরসাইকেল থেমে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তন্ময় বিশ্বাস। সে সময় হয়তো ট্রাক অথবা বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে মরদেহটি সদর হাসপাতালে পৌঁছে দেয়া হয়েছে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT