Main Menu

ফিক্সিং দিয়েই কি শুরু হলো বিপিএল?

বিপিএল শুরু হতে না হতেই বিতর্ক। উদ্বোধনী ম্যাচেই সিলেট থান্ডার্সের ক্যারিবীয় পেসার ক্রিসমার স্যান্টোকি যা দেখালেন, তাতে সমালোচনা হওয়াটাও স্বাভাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিতর্কের ঝড়।

বিতর্ক হবেই না বা কেন! সান্টোকির দুটি ডেলিভারি যে রীতিমত প্রশ্নের জন্ম দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের এ পেসার আজ (বুধবার) একই ওভারে দৃষ্টিকটু দুটি ‘ওয়াইড’ ও ‘নো’ বল করেছেন।

মিরপুরে সিলেট থান্ডার্সের ছুড়ে দেয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন সান্টোকি। ওভারের তৃতীয় ডেলিভারিটিই বড়সড় এক ‌‘ওয়াইড’ দেন তিনি। এরপর পঞ্চম বলে দেন বিশাল এক ‘নো’।

নো-বল বা ওয়াইড হতেই পারে, কিন্তু সন্দেহ জাগিয়ে তুলেছে নো-বলের দৈর্ঘ্য ও ওয়াইডের প্রস্থ। কারণ এই দুইটি এতই বড় ছিল যে মনে হতে পারে সান্তোকি ইচ্ছে করেই নো-বল ও ওয়াইড নিশ্চিত করতে চেয়েছেন।

ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থেকে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির যে ইচ্ছাকৃত ‘নো-বল’ করেছিলেন, তার থেকেও সান্তোকির ‘নো-বল’ বড়। সেই ওভারের তৃতীয় ডেলিভারিতে লেগ সাইডে সান্তোকি দিয়েছেন বিশাল ওয়াইড। এরপর পঞ্চম বলে যে ‘নো-বল’টি করেছেন সেটিও অবিশ্বাস্য।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT