Main Menu

ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার সিআইডি সদস্যের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের সিআইডিতে কর্মরত জামাল আহমেদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামাল আহমেদ কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার বাাসিন্দা। তার বাবার নাম আব্দুল মান্নান। চার ভাইয়ের মধ্যে জামাল আহমেদ ছিলেন দ্বিতীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জামাল আহমেদ সিআইডি’র সাইবার ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বাদ জোহর কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT