Main Menu

এমপির পা ধোয়া পানি খেলেন কর্মী!

যেকোন দেশের একজন এমপিকে কি সাধারণ মানুষ অথবা সেই দলের কর্মীরা ভয় পায়? নাকি সুপারিশ অথবা তদবির করার জন্যই এমপিদের সামনে কাচুমাচু হয়ে থাকা? না আবার সেই এমপির ক্যাডারদের দাপটে জড়োসড়ো হয়ে থাকা!

ভয় নাকি দাপট অথবা বিশ্বাস যে যেটাই বলুন না কেন? আজ আপনাদের এমন এক এমপি এবং তার এক কর্মীর গল্প জানাবো যেটা জানলে আপনাদের চোখ হয়ে যাবে চড়কগাছ। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৬ সেপ্টেম্বর) ভারতের ঝাড়খান্ড রাজ্যের গোড্ডায়।

এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে বিজেপির এক প্রচারণা সমাবেশে ডা. নিশিকান্ত দুবে নামে এক বিজেপি এমপির পা ধোয়া ময়লা পানিপান করেছেন পবন শাহ নামে বিজেপিরি এক কর্মী।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তা ভাইরাল হয়েছে। এ ঘটনায় ঝাড়খান্ডের বিজেপি দলীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

তবে তার প্রশংসায় পঞ্চমুখ দলের অনেক নেতাকর্মী। তারা বলছেন, সংসদ সদস্য হিসেবে অনেক কাজ করেছেন তিনি। সেই কারণে প্রিয় সংসদ সদস্যের পা ধোয়া জল খেয়ে তাকে সম্মান জানিয়েছে এক কর্মী। আর এতেই আপ্লুত এমপি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার সাংসদ জীবনের গর্বের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। একই সঙ্গে ক্যাপশনে লিখে দিয়েছেন ওই ঘটনায় তার মনের আনন্দের কাহিনী। ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির টিকিটে জিতে তিনি এমপি হয়েছেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT