Main Menu

রেমিটেন্সে সুখবর

রেমিটেন্সে সুখবর

সরকারের বিভিন্ন উদ্যোগে আবারো ইতিবাচক ধারায় ফিরেছে রেমিটেন্স প্রবাহ। গেলো নভেম্বর মাসে ১২১ কোটি ৪৭ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা অক্টোবরের চেয়ে সাড়ে ৪ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের রেমিটেন্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-অক্টোবর) ব্যাংকিং চ্যানেলে ৫৭৬ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স এসেছে। যা গত বছরের এই পাঁচ মাসের চেয়ে ১০ দশমিক ৭ শতাংশ বেশি।
রেমিটেন্সের উৎস দেশগুলোতে অর্থনৈতিক মন্দা এবং মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য মাধ্যমে হুন্ডি প্রবণতা বেড়ে যাওয়ায় বৈধপথে প্রবাসীদের অর্থ আসা কমে যায়। গত ২০১৬-১৭ অর্থবছরে আগের বছরের চেয়ে প্রায় ১৪ দশমিক ৪৮ শতাংশ কম রেমিটেন্স আসে। এতে সরকার কিছুটা চিন্তায় পড়ে যায়।এরপর রেমিটেন্স প্রবাহ বাড়াতে বেশকিছু পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। অবৈধ লেনদেনের দায়ে বন্ধ করা হয় বিকাশের দুই হাজার ৮৮৭টি এজেন্ট নম্বর। এছাড়া রেমিটেন্স পাঠাতে মাশুল না নেওয়াসহ নানা ঘোষণাও দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসব পদক্ষেপের কারণে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, গত কয়েক বছর ধরে রেমিটেন্স প্রবাহে নিম্নগতি দেখা গেছে। তবে অক্টোবর থেকে তা আবার বাড়ছে। এটিকে ধরে রাখার জন্য কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১৫ কোটি ৫৫ লাখ ডলার, অাগস্টে ১৪১ কোটি ৮৬ লাখ ডলার। এরপর সেপ্টেম্বরে মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার এসেছিল। এক মাসের হিসেবে এটা ছিল সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। অক্টোবরে তা ১১৬ কোটি ২৭ লাখ ডলারে পৌঁছায়।

Share ButtonADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT