Main Menu

মাশরাফি-মোস্তাফিজের সঙ্গে ফিরছেন তামিমও

মাশরাফি-মোস্তাফিজের সঙ্গে ফিরছেন তামিমও

মোস্তাফিজুর রহমানের মতোই শেষ হয়ে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের দক্ষিণ আফ্রিকা সফর।বিমানের টিকিট পেলে আগামীকালই দেশে ফিরে যাবেন তিনি। নয়তো রোববার মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজের সঙ্গে দেশের উদ্দেশে রওনা হবেন তিনি।শুক্রবার দুপুরে ম্যানেজার মিনহাজুল আবেদীনের সঙ্গে ইস্ট লন্ডনের এক হাসপাতালে গিয়ে আল্ট্রাসনোগ্রাম করান। আল্ট্রাসনো রিপোর্টে দেখা গেছে, বাঁ-হাতি এ ওপেনারের বাঁ উরুর চোটটা আরো বেড়েছে।বেনোনিতে প্রস্তুতি ম্যাচে বাঁ উরুতে চোট পান তামিম। তা কিছুটা লাঘব হওয়ায় প্রথম টেস্টে খেলেন তিনি।

মরার ওপর খাঁড়ার ঘা হয়ে সেই টেস্টে ফের একই জায়গায় চোট পান।দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি এই ওপেনার। পরে ফিটনেস পরীক্ষায় উতরালে দ্বিতীয় ওয়ানডে খেলেন। সেই ম্যাচেও ফের ব্যথা অনুভব করেন। শুক্রবারও অনুশীলন করেননি তিনি।তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। রোববার ইস্ট লন্ডনে হবে শেষ ওয়ানডে। এরপর রয়েছে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি হবে ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে এবং দ্বিতীয়টি হবে ২৯ অক্টোবর পচেফস্ট্রমে।

Share Button


« (পূর্ববর্তী খবর)

ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT