Main Menu

মাত্র ৩৮০ টাকায় মোবাইল ফোন!

211530299-FEATURE-PHONE

ভারতে ফিচার ফোনের বাজার ধরতে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অফার দিয়েছে রিলায়েন্স জিও। মাত্র ১৫০০ রুপিতে ফোর জি ফোন আনছে তারা। সেটাও আবার ফেরত মিলবে ৩৬ মাস পর। মুকেশ আম্বানির সংস্থাকে অবশ্য ফাঁকা মাঠে গোল দিতে নারাজ আর এক ভারতীয় সংস্থা ডিটেল। তারা এবার মাত্র ২৯৯ রুপিতে ফিচার ফোন এনেছে। যার বাংলাদেশি মূল্য প্রায় ৩৮০ টাকা। সিঙ্গল সিমের সাদা-কালো ফোনটি সংস্থার ওয়েবসাইট থেকেই বুক করা যাবে।

২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে জিওর ফিচার ফোনের বুকিং। ভারতের প্রায় ৫০ কোটি ফিচার ফোন গ্রাহককে ধরাই জিওর টার্গেট। এই বিশাল বাজারে ভাগ বসাতে, বলা ভাল রিলায়েন্সকে টক্কর দিতে নেমে পড়েছে ডিটেল। জিওর মোবাইলের জন্য যেখানে ১৫০০ রুপি দিতে হচ্ছে, সেখানে মাত্র ২৯৯ রুপিতেই এই ফোন পাওয়া যাবে।

নতুন ফোনের মডেলের নাম ডিটেল ডি-১। যা ইতোমধ্যে বিক্রিও শুরু হয়েছে।

১.৪৪ ইঞ্চি ডিসপ্লে

৬৫০ এমএএইচ ব্যাটারি

সিঙ্গল সিম

টর্চ লাইট

ফোনবুক

এফএম রেডিও

স্পিকার

ভাইব্রেশন মোড

টু-জি নেটওয়ার্ক

সংস্থার দাবি এই ফোনের ব্যাটারি বেশ ভাল। ১৫ দিন পর্যন্ত চার্জ থাকতে পারে। ডিটেলের ধারণা এত কম দামই তাদের ইউএসপি।

Share ButtonADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT