Main Menu

বর্ষবরণের উৎসব শুরু সিডনি, অকল্যান্ডে

183420_190

বিদায় ২০১৬। স্বাগত ২০১৭। উৎসবের মেজাজে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়ে গেল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে।
নিউজিল্যান্ডের অন্যতম প্রধান শহর অকল্যান্ডের বিখ্যাত বহুতল ‘‌স্কাই টাওয়ার’‌–এ চোখধাঁধাঁনো আতসবাজির প্রদর্শনীর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। অকল্যান্ডেরই কাইসিটি ক্যাসিনো–তেও চলছে আতসবাজি এবং আলোর প্রদর্শনী। ভৌগোলিক অবস্থানের কারণে পশ্চিম এশিয়া এবং পশ্চিমের দেশগুলোর থেকে অনেকটাই আগে নতুন বছরে ঢুকে পড়বে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলো।
প্রতিবেশী নিউজিল্যান্ডের মতো উৎসবে মেতেছে অস্ট্রেলিয়াও। সিডনি, পার্থের মতো শহরগুলো আতসবাজি, আলোর প্রদর্শনীতো চলছেই। সঙ্গে রয়েছে ২০১৬ সালে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন যারা, তাদের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন। ‌‌

Share ButtonADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT