Main Menu

নাম বদলে যাচ্ছে ইয়াহুর

186173_113

সোমবার ইয়াহু ইনক্লিউসিভের পক্ষ থেকে ঘোষণা করে জানানো হয়, ইয়াহুর নতুন নামকরণ হয়েছে। নতুন এই সংস্থার নাম অ্যালটাবা ইনক্লিউসিভ। এছাড়া ইয়াহুর ভেরিজোন কমিউনিকেশন ইনক্লিউসিভের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চুক্তি শেষের পর সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়াবেন সিইও মারিসা মেয়ারও।

ইয়াহুর ভেরিজোনের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেখানে বলা হয়েছিল এই তথ্যপ্রযুক্তি সংস্থা তাদের কোর ইন্টারনেট ব্যবসা, যার মধ্যে রয়েছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ইমেল এবং মিডিয়া অ্যাসেট, সেটা ভেরিজোনকে ৪.৮৩ বিলিয়ন ডলারের বিনিময় বিক্রি করে দেবে।

সংস্থা সূত্রের খবর, ভেরিজোনের সঙ্গে যে শর্তে চুক্তি হয়েছিল, হয় সেটার পরিবর্তন করা হবে, না হলে বাতিল ঘোষণা করা হবে। এছাড়া ভেরিজোনের সঙ্গে চুক্তি শেষের সঙ্গে সঙ্গে শোনা গেছে সংস্থার আরো পাঁচ ডিরেক্টর পদত্যাগ করবেন।

যে কয়েকজন ডিরেক্টর রইলেন, তারা চালাবেন নয়া সংস্থা অ্যালটাবাকে। এছাড়া নতুন সংস্থার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এরিক ব্র্যান্ডট। ৯ জানুয়ারি থেকেই নয়া নির্দেশিকা চালু হয়েছে।

Share Button


« (পূর্ববর্তী খবর)
(পরবর্তী খবর) »

ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT