Main Menu

দেবরের মৃত্যুতে খালেদা জিয়ার গভীর শোক

photo-1511452074

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মরহুম আহমেদ কামাল পারিবারিক ও সামাজিক জীবনে বিনয়ী, সদালাপি ও কর্মনিষ্ঠ মানুষ ছিলেন। তিনি পেশাগত জীবনে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সমাজসেবার নানা কর্মকাণ্ডের মধ্যেও তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন। আমি মরহুম আহমেদ কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।’

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহমেদ কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করে বলেন, ‘মরহুম আহমেদ কামাল সজ্জন ব্যক্তি হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। বিনয়, নম্রতা ও সৌজন্যবোধ ছিল তাঁর স্বভাবজাত।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম আহমেদ কামালের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

এর আগে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, আহমেদ কামাল রাজধানীর বাসাবোয় নিজ বাড়িতে ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় আজ বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আহমেদ কামাল পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে ২০০৬ সালে অবসরে যান। তিনি বাসাবোর একটি বাসায় একা বসবাস করতেন। আহমেদ কামাল ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই ও খালেদা জিয়ার দেবর। তাঁরা ছিলেন পাঁচ ভাই।

এদিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মরহুম আহমেদ কামালের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ করা হলো।

Share Button


« (পূর্ববর্তী খবর)

ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT