Main Menu

গেইল কি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

291289_17

ক্রিস গেইল, ক্যারিবীয় এই দানব মিডিয়ায় আলোচিত একজন ব্যক্তিত্ব। তিনি যাই করুন না কেন, খবরের শিরোনাম তা-ই হয়। এবার তিনি আলোচনায় এলেন একটি ছবি পোস্ট করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে মুসলমানদের মতো জোব্বা ও মাথায় টুপি পরা একটি ছবি পোস্ট করেছেন। আর এই ছবি তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, গেইল কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

মাঠে ও মাঠের বাইরে আমুদে মানুষ হিসেবেই পরিচতি গেইল। ব্যাটে ঝড় তুলে নাচতে নাচতে মাঠ ছাড়েন তিনি। সাক্ষাৎকার নিতে আসা কোনো নারীকে ডেটিংয়ের প্রস্তাব দেয়া – এই সব কারণে বিতর্কিত তিনি। তারপরও ব্যাট হাতে তার তাণ্ডবে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। তাই তার সব খবরেই আগ্রহ ভক্তদের।

নতুন ছবি দেখে গেইলকে তাদের প্রশ্ন, ‘আপনি কি মুসলিম?’ কিন্তু এই প্রশ্নের কোনো জবাব দেননি গেইল। তাই জোর কল্পনা শুরু হয়েছে, গেইল কি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

Share ButtonADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT