Main Menu

একটি শূন্য ভুলে চলে এলো ১৫ হাজার ডিম

দক্ষিণ,কোরিয়া,নরওয়,ক্রীড়া,দল,rtvonline,

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন অলিম্পিক। আর এতে অংশ নিয়েছে নরওয়ের ক্রীড়া দল। তাদের এক শূন্য ভুলের ঘটনা বেশ রসাত্মক আলোচনার জন্ম দিয়েছে।১২১ সদস্য বিশিষ্ট নরওয়ে ক্রীড়া দলের প্রয়োজন ছিল ১৫শ ডিম। কিন্তু তারা অর্ডার দেওয়ার সময় ভুল করে একটি শূন্য বেশি দিয়ে দেয়। যার ফলে অলিম্পিক কর্তৃপক্ষ ১৫শ ডিমের জায়গায় নরওয়ে টিমের জন্য সরবরাহ করে ১৫ হাজার ডিম।

এখন হিসেবে দেখা যাচ্ছে ক্রীড়াদলটির সদস্যদের মাথাপিছু ১২৪টি করে ডিম সরবরাহ করা হয়েছে। এ বিপুল সংখ্যক ডিম নিয়ে এখন কী করবে সে চিন্তায় পড়েছে নরওয়ে ক্রীড়া দল। নরওয়ে ক্রীড়াদলের প্রধান পাচক  এই ডিমের কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে তিনি এখনও কিছু জানাননি।তিনি বলেছেন, কর্তৃপক্ষ চাইলে নরওয়ের ক্রীড়াদল এসব ডিম ব্যবহার করতে পারে। অথবা অলিম্পিক কর্তৃপক্ষ বাড়তি ডিম ফেরতও নিতে পারে। এতে অতঙ্কিত বা চিন্তিত হবার কোন কারণ নেই। এটি তেমন কোনো বড় সমস্যা নয়।

Share Button


« (পূর্ববর্তী খবর)

ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT