Main Menu

এই মাএ পাওয়া বরিশালে আ’লীগ-বিএনপির সংঘর্ষ

barisal

বরিশালে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে দফায় দফায় হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে। এতে অন্তত বিএনপির ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপর ১ টা পর্যন্ত অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় বিএনপির মহানগর সভাপতি ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে পুলিশ প্রহরায় দলীয় কার্যালয় থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র হত্যা দিবসে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল ছিল। এজন্য অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হই। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পুলিশের সহায়তায় প্রথমে আমাদের মাইক ছিনিয়ে নেয়। এরপর তারা লাঠিসোটা নিয়ে দফায় দফায় পার্টি অফিসে হামলা চালিয়ে নারী কাউন্সিলরসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করে। আহত আজাদ সিকদার ও আরিফ হোসেনকে জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিকার এই সরকারের কাছে চাওয়া হবে না। আমরা রাজনৈতিকভাবে এর প্রতিকার করব। সমস্ত বাংলাদেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর এরকম হামলা হচ্ছে। দল যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

নগর পুলিশের উপ-পুলিশ কমশিনার (দক্ষিণ) গোলাম রউফ খান বলেন, বিএনপির লোকজন তাদের অফিসের সিড়িতে অবস্থান করছিল। অপরদিকে আওয়ামী লীগের লোকজন অশ্বিনী কুমার টাউন হলের বাইরে অবস্থান  নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। হঠাৎ করে বিএনপি অফিস থেকে একটি বোতল আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ছুড়ে মারে। তাৎক্ষণিক আওয়ামী লীগ নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির লোকজনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। আমরা মাঝখানে থেকে দুই পক্ষকেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Share ButtonADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT