Main Menu

ইসি নিয়ে ড. কামালের ৯ প্রস্তাব

kamal-hosen-lg20170108215043

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে গণফোরাম ৯ দফা প্রস্তাবনা তুলে ধরেছে। ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রায় পৌনে এক ঘন্টা বৈঠক করেছেন।

বেলা ৩টা ৫০ মিনিটে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. কামাল হোসেন । এক প্রশ্নের উত্তরে তিনি  বলেন, ‘আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকে তাহলে খেলা হয়?

তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। ২০০৮ সালের মতো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা যেন জনগণের শাসন প্রতিষ্ঠা করতে পারি’।

কামাল হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন আইনে কি কি বিধান করা প্রয়োজন সে বিষয়ে আমরা বলেছি। সার্চ কমিটি গঠনে আমরা কোন নাম প্রস্তাব করিনি। তবে ক্যাটাগরি বলেছি’।

বৈঠকে গণফোরামের পক্ষ থেকে ৯ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে

১। নির্বাহী বিভাগের প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনকল্পে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া, নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষমতাসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ক্ষমতা সম্বলিত একটি নির্বাচন কমিশন আইন প্রণয়ন করতে হবে।

২। সততা, দক্ষতা, নিরপেক্ষতা ও আইনি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের মধ্য হতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ দিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার অগ্রাধিকার যাচাই বাছাইয়ের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। অনুসন্ধান কমিটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য নিম্ন বর্ণিতরূপে কমিটি গঠন করা যেতে পারে

(ক) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপীল বিভাগের একজন বিচারপতি কমিটির সভাপতি

(খ) নিরপেক্ষ ও জাতির আস্থাভাজন হিসেবে বিবেচিত একজন শিক্ষাবিদ কমিটির সদস্য

(গ) নারী সমাজের কাছে গ্রহণযোগ্য একজন নারী প্রতিনিধি কমিটির সদস্য

(ঘ) ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি কমিটির সদস্য এবং

(ঙ) গণমাধ্যমের একজন প্রতিনিধি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

৩। নির্বাচন কমিশন আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন ও অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত থাকবে। জাতীয বাজেটে নির্বাচন কমিশনের জন্য পৃথক বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে।

৪। নির্বাচন কমিশন সচিবালয় নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণরূপে স্বাধীন থাকবে। নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করবেন এবং তাদের দ্বারাই নির্বাচন কমিশন সচিবালয় পরিচালনা করবেন।

৫। নির্বাচন কমিশন নিরপেক্ষতা যাচাই-বাছাই করে রির্টানিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করবেন। এসব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাব থেকে মুক্ত হয়ে নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণে থেকে দায়িত্ব পালন করবেন। এদের কর্মকান্ডে কোন প্রকার ব্যতয় ঘটলে, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৬। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন।

৭। নির্বাচনী বিধি প্রণয়ন ও বাস্তবায়নের পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে।

৮। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা  সহকারে প্রার্থীর দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা, সম্পদের বিবরণী, ফৌজদারী রেকর্ড ইত্যাদি তথ্যসমূহ নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশ ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টানিয়ে প্রচার করবেন। কোন প্রার্থী ভুল ও মিথ্যা তথ্য প্রদান করলে প্রার্থী হওয়ার যোগ্যতা, ক্ষেত্রমত সদস্যপদ হারাবেন এবং শাস্তি পাবেন।

৯। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীরা নির্বাচনী ব্যয়ের বিবরণ দাখিল না করলে এবং আইনে নির্ধারিত ব্যয় সীমা অতিক্রম করেছেন প্রমাণিত হলে শাস্তির বিধানসহ সংসদ সদস্যপদ বাতিল হবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য তোবারক হোসেন, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্ল্যা, সগীর আনোয়ার, মোশতাক আহমেদ, অধ্যাপক বিলকিস বানু, মহিউদ্দিন কাদের, মফিজুল ইসলাম খান কামাল, এস এম আলতাফ হোসেন, শান্তিপদ ঘোষ, নৃপেন  ঘোষ।

Share ButtonADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT